Sealdah Station: ‌‌ষষ্ঠীর তুমুল বৃষ্টিতে জল থইথই শিয়ালদহ স্টেশনের বুকিং কাউন্টার

 আজকাল ওয়েবডেস্ক:‌ ষষ্ঠীর বৃষ্টিতে কার্যত ভেসেছে কলকাতা।

প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বিপত্তিও। শিয়ালদহ স্টেশনের বুকিং কাউন্টারের ছাদ ফুটো হয়ে গড়িয়ে পড়েছে বৃষ্টির জল। যার ফলে যাত্রীদের সঙ্গে শিয়ালদহ স্টেশনের বুকিং কর্মীরাও প্রবল সমস্যায় পড়েছেন। 
এটা ঘটনা লকডাউনে বন্ধ হয়ে যাওয়া শিয়ালদহ স্টেশনের প্রফুলদ্বার শনিবার অস্থায়ীভাবে খুলে দেওয়া হয়। কলকাতা পুলিশের আবেদনে পুজোর দিনগুলিতে যাতে ভিড় সামাল দেওয়া যায় সেই কারণেই ওই গেট খোলা হয়েছিল। পাশাপাশি ওই গেট দিয়ে ঢোকার মুখে রেল অস্থায়ীভাবে তিনটি টিকিট কাউন্টারও খুলেছিল। তাতেই বৃষ্টি পড়তে দেখা দেয় বিপত্তি। ষষ্ঠীর সন্ধেয় বৃষ্টি নামতেই ছাদ বেয়ে নেমে আসে জল। ক্রমাগত বৃষ্টির জল পড়তে থাকায় সরিয়ে নেওয়া হয় মেশিন। তুমুল বৃষ্টিতে জল জমে যায় কাউন্টারে। চরম অসুবিধায় পড়েন যাত্রীরা। টিকিট কাউন্টারে বসে থাকা কর্মীরাও বেকায়দায় পড়ে যান। সমস্যার কথা স্বীকার করে নেন শিয়ালদহের ডিআরএম এসপি সিং। 

আরও পড়ুন:‌ ষষ্ঠী সন্ধেয় সুরুচি মেতে উঠল অরূপ–কুণালের ঢাকের তালে
 

 

আকর্ষণীয় খবর