আজকাল ওয়েবডেস্ক: মার্চের শুরুতেই সম্ভবত বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন।
আর এই অধিবেশনেই রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, আগামী ২ মার্চ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। সেদিনই রাজ্যপালের সূচনা ভাষণ। ৩ মার্চ শোকপ্রস্তাব পেশ এবং ৪ মার্চ বাজেট পেশ হওয়ার কথা। তবে ওই দিন ১০৮ পুরসভার ভোটগণনা। সেই দিনই আবার উত্তরপ্রদেশের ভোট প্রচারে বারাণসী যাচ্ছেন মমতা ব্যানার্জি। আর সেই কারণে ২ মার্চ বিধানসভার অধিবেশন শুরু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য বাজেট পেশ হবে বলে বিধানসভা সূত্রে খবর।
আরও পড়ুন: ‘দেশের অন্যতম সেরা উইঙ্গার’, সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে শোকবার্তা মমতার
এর আগে ১২ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন বসার কথা ছিল। সরকারের দাবি ছিল, রাজ্যের সুপারিশ মেনে সেই অধিবেশন স্থগিত করে দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু তা নিয়ে অবশ্য রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রিসভার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এদিকে, নিয়ম অনুযায়ী তাঁকেই অধিবেশন ডাকতে হয়। জানা গিয়েছে, ফের দিন চূড়ান্ত হলে সেই দিনক্ষণ ঘোষণা করবেন রাজ্যপাল।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা