আজকাল ওয়েবডেস্ক: ফের লাগামছাড়া কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
পৃথক কোচবিহার রাজ্যের দাবি তোলা বিজেপি বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। যার পাল্টা দিলেন বিজেপি বিধায়কও। শুক্রবার তুফানগঞ্জ পুরসভার ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম সরকারের হয়ে প্রচারে গিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। কোভিডবিধি মেনে চলছে প্রচার। তাই নাগরিক কনভেনশনে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেখানে গিয়েই তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। এটা ঘটনা, গত ১৬ তারিখ বাণেশ্বর এলাকায় গ্রেটার কোচবিহারের নেতা মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্রেটার নেতা অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি সেখানে যান। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার পরপরই ওই একই মঞ্চ থেকে আলদা রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা। তার পরিপ্রেক্ষিতেই শুক্রবার উদয়ন বলেন, ‘আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান থেকে ফেরার পর নিশীথ প্রামাণিক, মালতী রাভারা ওই মঞ্চ থেকেই আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। যতক্ষণ মুখ্যমন্ত্রী ছিলেন, ততক্ষণ তাঁরা কিছুই বলার সাহস পাননি। পরে নেংটি ইঁদুরের মতো গিয়ে আলাদা রাজ্যের কথা বলেছেন। আমি তো বলছি, কোচবিহারকে ভেঙে আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত নিয়ে আর ফিরতে হবে না।’ তাঁর এই মন্তব্যের পর গেরুয়া শিবিরে শোরগোল শুরু হয়। বিজেপি বিধায়ক মালতী রাভা পাল্টা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি তুফানগঞ্জে মিছিল করছি। উনি আসুন এখানে। দেখা যাক কে কার পা ভাঙে। আমার হাঁটু ভাঙা হলে আমি দু’পা ভেঙে দেব।’
আরও পড়ুন: ফুলবাগান–শিয়ালদহ মেট্রো পরিষেবা বাংলা নববর্ষেই চালু হচ্ছে? জানুন বিস্তারিত
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা