আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরক পাচারের বড়সড় ছক ভেস্তে দিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
বড়দিনের মাত্র একদিন আগেই কলকাতার কাছে নিউটাউনে উদ্ধার হল বড় পরিমাণ বিস্ফোরক। সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনায় ধৃত শাকিল ও জামিল নামে দুই অভিযুক্ত। দু’জনেই বিহারের ভাগলপুরের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে সাপুরজির কাছে পাথরঘাটা এলাকা থেকে বামাল-সহ এদের গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতদের থেকে ১৩ কেজি বিস্ফোরক পাওয়া গেছে। যা আর্সেনিক সালফাইড এবং পটাশিয়াম নাইট্রেট বলে সন্দেহ হচ্ছে আধিকারিকদের। এছাড়া একটি কার্বাইন ও দুটি ম্যাগাজিন এবং একটি নাইন এমএম পিস্তল-সহ একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: পুজো এবার ১৫ দিন! রাজ্যে আগামী বছর ১০ দিন আগে শুরু হবে দুর্গোৎসব, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এসটিএফ সূত্রে জানা গেছে, বিহার থেকে একটি বিস্ফোরক ও অস্ত্র পাচারের সক্রিয় চক্র কলকাতায় বিস্ফোরক পাচার করতে আসতে পারে বলে তাঁদের কাছে খবর আসে। সূত্র মারফত এসটিএফ জানতে পারে চক্রের দুই ব্যক্তি বৃহস্পতিবার নিউটাউন এলাকায় একজনকে বিস্ফোরক পাচার করতে আসবে। সূত্র মারফত খবর পেয়ে সাপুরজির কাছে দাঁড়িয়ে ছিল পুলিশ। ভাড়া করা একটি গাড়ি থেকে নামতেই থেকে এসটিএফ তাদের ধরে। এসটিএফের এক আধিকারিক বলেন, ভাগলপুর থেকে বাসে করে কলকাতার ধর্মতলায় এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে নিউটাউনে আসে এরা। ব্যাগে করে তারা জিনিসগুলি নিয়ে এসেছিল। কার কাছে তারা এগুলি হাতবদল করতে যাচ্ছিল তা জানতে জেরা করা হচ্ছে।
Paresh Adhikari: দীর্ঘক্ষণ জেরার পরেও নিস্তার নেই, শনিবার ফের নিজাম প্যালেসে তলব করা হল পরেশ অধিকারীকে
Book: ফুটপাতে জনগণের জন্য ফ্রিজ বসিয়েছেন, এবার তৌসিফের লক্ষ্য বাস স্টপে বুক শেলফ
KMC: শহরের বহুতলে স্পট মিউটেশন শুরু করবে কলকাতা পুরসভা
Nirmal Majhi: রোগী কল্যাণ সমিতিতে নির্মল মাজির জায়গায় এলেন সুদীপ্ত রায়