আজকাল ওয়েবডেস্ক: দশম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুন করে একদল যুবক।
ইতিমধ্যেই তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
রবিবার সন্ধেয় হাওড়ার শ্যামপুরে ঘটনাটি ঘটে। দশম শ্রেণির ওই ছাত্রী সন্ধেবেলায় সাইকেল চালিয়ে টিউশন থেকে ফিরছিল। তখনই এলাকার তিন যুবক তার সাইকেল আটকে অভব্য আচরণ করা শুরু করে। শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে এলাকায় পৌঁছন ছাত্রীর বাবা। ঘটনার তীব্র প্রতিবাদ করলে, ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। স্বাস্থ্যের অবনতি ঘটলে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ব্যক্তির।
অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। খুন এবং পকসো আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে পরিবারের তরফে। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান