আজকাল ওয়েবডেস্ক: বিপাকে কুণাল ঘোষ।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। আগামী ৩০ মে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কুণালকে।
গত বছর একাধিকবার ত্রিপুরা সফরে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক পথসভায় তিনি বলেছিলেন, জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত করে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। তার ফলে রামরাজ্যে অপমানিত হয়েছেন সীতা। তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়েছিল। আর সীতার পাতালে প্রবেশ কার্যত আত্মহননের শামিল। তৃণমূল নেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠে যায়। মোট পাঁচটি পৃথক মামলা করে ত্রিপুরা পুলিশ। ওই মামলার পরিপ্রেক্ষিতেই গত ১২ নভেম্বর বাগমা ফাঁড়িতে পুলিশের মুখোমুখি হন কুণাল ঘোষ। রামায়ণের বিভিন্ন সংস্করণ এবং গবেষণাপত্র সঙ্গে নিয়ে হাজিরা দিয়েছিলেন কুণাল। কোনও ধর্মকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেই দাবি করেছিলেন। সেই মামলাতেই চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। কুণাল ঘোষকে আগামী ৩০ মে সকালে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। ক্ষুব্ধ কুণাল রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনেছেন।
আরও পড়ুন: চোখে টিউমারের সফল অস্ত্রোপচার
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই