Rail Strike: ‌দাবিতে অনড় কুড়মি সমাজ, টানা দু’‌দিন পুরুলিয়ায় রেল অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন

আজকাল ওয়েবডেস্ক:‌ টানা দু’‌দিন ধরে অবরোধ চলছে ।

মঙ্গলবারের পর বুধবারও কুড়মি জনজাতি নিজেদের দাবিতে পুরুলিয়ার কুশতাঁড় স্টেশন সহ বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছে। তার জেরেই বাতিল করতে হয়েছে একাধিক ট্রেন।
এটা ঘটনা দীর্ঘদিন ধরেই নিজেদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করা ছাড়াও একাধিক দাবি জানিয়ে আসছে কুড়মি–মাহাতোরা। অতীতে এই ইস্যুতে আন্দোলন করেও সেই স্বীকৃতি জোটেনি। তাই মঙ্গলবার কুড়মি জনজাতিকে আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কুশতাঁড় স্টেশনে শুরু হয় রেল অবরোধ। ব্যাহত হয় পরিষেবা। বাতিল হয় বহু ট্রেন। এমনকী ৫ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেছিল কুড়মি সমাজ। বন্ধ হয়ে যায় সড়ক পথও। প্রবল সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। পুরুলিয়া ছাড়াও ঝাড়খণ্ড ও ওড়িশাতেও এই আন্জোলন চলছে। আন্দোলনকারীরা মঙ্গলবারই জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ–অবরোধ চলবে। আর তাই বুধবারও চলছে অবরোধ। কুশতাঁড়, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি–সহ একাধিক স্টেশনে চলছে অবরোধ। বন্ধ ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, হাওড়া–টিটলাগড় এক্সপ্রেস, ঝাড়গ্রাম–ধামুয়া এক্সপ্রেস, ঝাড়গ্রাম–পুরুলিয়া মেমু স্পেশ্যাল, চক্রধরপুর–গোমো–চক্রধরপুর মেমু স্পেশ্যাল, টাটানগর–আসানসোল মেমু স্পেশ্যাল সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন:‌ রাষ্ট্রসংঘে মোদির প্রশংসায় ফরাসি প্রেসিডেন্ট, কেন?‌ 

আকর্ষণীয় খবর