আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার সময় মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ মুর্শিদাবাদে থানার গৌরিবাগ-আজমশার এলাকাতে গুলিবিদ্ধ হলেন রানীনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাব আলি।
পুলিশ সূত্রে জানা গেছে, আলতাবের বুকের পাশে একটি গুলি লেগেছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে ওই ব্যক্তির অবস্থা বর্তমানে স্থিতিশীল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীনগর ১ ব্লকের লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলি মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কিছু কাজের জন্য লালবাগ শহরে যান। এরপর সন্ধে নাগাদ তিনি যখন নিজের বাইকে করে লোচনপুরের বাড়িতে ফিরে আসছিলেন সেই সময় গৌরিবাগ-আজমশার এলাকাতে দু'জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় আলতাব মাটিতে পড়ে গেলে তাঁকে মৃত ভেবে এলাকা থেকে পালায় ওই দুই দুষ্কৃতী।
প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে লোচনপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান সিনারা বিবিকে অনাস্থা ভোটে সরানো হলেও পঞ্চায়েত সদস্যদের মধ্যে মতবিরোধের জেরে দীর্ঘদিন ধরে ওই গ্রাম পঞ্চায়েতে কোনও প্রধান ছিল না। কলকাতা হাইকোর্টের নির্দেশে দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে মঙ্গলবার ওই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সোনালী সিংহ রায়। কিন্তু তারপরই সন্ধেবেলায় ব্লক তৃণমূল সাধারণ সম্পাদকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অনেকেই এর মধ্যে রাজনীতির যোগ খুঁজে পাচ্ছেন।
রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন বলেন, 'আলতাব আলি অত্যন্ত সজন মানুষ। কে বা কারা তাঁকে গুলি করেছে তা আমরা এখনও বুঝতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি অতি দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার জন্য।'
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের