আজকাল ওয়েবডেস্ক: ভোটে জিতলেও বিক্ষুব্ধদের আর ফেরত নেবে না তৃণমূল কংগ্রেস।
শনিবার কামারহাটিতে নির্বাচনী প্রচারে এসে একথা স্পষ্ট জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন বিক্ষুব্ধদের ফিরিয়ে নেওয়ার প্রশ্নে তিনি বলেন, 'যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন তাঁদের আর কোনওদিন দলে ফিরিয়ে নেওয়া হবে না। কোনও সুযোগ নেই।'
পুরসভার প্রার্থী ঘোষণা হতেই তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভ লক্ষ্য করা গেছে। স্থানীয়ভাবে দলের উচ্চস্তরের নেতৃত্বের কাছে ক্ষোভ উগরে দেওয়া ছাড়াও জায়গায় জায়গায় অবরোধ এবং বিক্ষোভ দেখিয়েছেন এই বিক্ষুব্ধরা। প্রার্থী হতে না পেরে অনেকেই নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যাঁদের সম্পর্কে তৃণমূলের হুঁশিয়ারি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার অথবা কড়া ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হওয়া। অভিমান ভুলে কেউ কেউ শেষপর্যন্ত দলের হয়ে কাজের সিদ্ধান্ত নিলেও অনেক জায়গায় বিক্ষুব্ধরা লড়াইয়ের ময়দানেই অটল থেকেছেন। যে বিষয়ে ব্যবস্থাও নিয়েছে তৃণমূল। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার জন্য জেলায় জেলায় ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষুব্ধকে।
এদিন একসঙ্গে প্রচারে সামিল হন সাংসদ সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র। কয়েকদিন আগেই সৌগত'র নাম না করে প্রকাশ্য সভায় তাঁকে আক্রমণ করেছিলেন মদন। দু'জনের সম্পর্কের মধ্যে বরফ গলল কি না সে প্রশ্নে মদন বলেন, 'বরফ সবসময় গলে যায়। ফ্রিজিং পয়েন্টে চলে গেলে বরফ জমে যায়। মাঝে মাঝে রাজনীতিতেও ফ্রিজিং পয়েন্ট আসে।'
আরও পড়ুন: করোনার আরও ভয়ঙ্কর ও সংক্রামক স্ট্রেন ছড়িয়ে পড়ার এটাই আদর্শ সময়: হু
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা