আজকাল ওয়েবডেস্ক: মন্ত্রিসভা থেকে রাজীবের পদত্যাগের পর দল থেকে বহিষ্কার করা হল বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে। তৃণমূল সূত্রে খবর, দলবিরোধী মন্তব্যের জন্যেই তৃণমূলের শৃঙ্খলা–রক্ষা কমিটি এই পদক্ষেপ করেছে।
শুক্রবার রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। তারপরই রাজীবের সমর্থনে প্রকাশ্যে কিছু মন্তব্য করেন, যার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে দল। তিনি বলেন, ‘দলের অনেক বড় ক্ষতি হয়ে গেল। রাজীবের মতো একজন মন্ত্রী পদত্যাগ করা মানে তা দলের জন্য যথেষ্ট দুশ্চিন্তার। সত্যিই কাজ করতে অসুবিধে হচ্ছে। দলকে আমরা সবাই ভালবাসি, কিন্তু আমাদের তো আত্মমর্যাদাও রয়েছে। তাই দিনের পর দিন এভাবে অপমান সহ্য করা সম্ভব নয়।’
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বৈশালী ডালমিয়ার বহিষ্কার প্রসঙ্গে বলেন, ‘ভোটের আগে তিনি যেভাবে কথা বলছিলেন, সেটা দলের পক্ষে মেনে নেওয়া যায় না। দলের নেতা–কর্মীরা এগুলোকে সমর্থন করেন না। ফলে সাংগঠনিকভাবে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত মাসে লক্ষ্মীরতন শুল্কার মন্ত্রিত্ব ত্যাগ ও দল থেকে ইস্তফা প্রসঙ্গেও দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিলেন বৈশালী। এদিন রাজীবের পদত্যাগের পরও হাওড়া জেলার তৃণমূল চেয়ারম্যান অরূপ রায়ের বিরুদ্ধে তাঁকে মন্তব্য করতে শোনা যায়।
বৈশালীর বহিষ্কার নিয়ে হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেছেন, ‘যাঁরা দল–বিরোধী মন্তব্য করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই দরকার। অভিযোগ থাকতেই পারে। তবে তা দলের ভেতরে বলা উচিত।’
Aajkaal © 2017