Bhangar: ‌ভাঙড়ে বাতিল হল তৃণমূলের প্রতিবাদ মিছিল 

আজকাল ওয়েবডেস্ক:‌ প্রশাসনের নিষেধাজ্ঞার জের।

ভাঙড়ে বুধবার তৃণমূলের প্রতিবাদ মিছিল বাতিল করা হল। আরাবুল ইসলাম জানিয়েছিলেন, পুলিশ অনুমতি দিক বা না দিক প্রতিবাদ মিছিল হবেই। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের তরফে মিছিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
প্রসঙ্গত গত শনিবার ভাঙ়ড়ের হাতিশালায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তৃণমূল এবং আইএসএফ। আরাবুলদের অভিযোগ ছিল তৃণমূলের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তারই প্রতিবাদে বুধবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। তবে কোনও পক্ষই যাতে মিছিল করতে না পারে সে জন্য প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু আরাবুল ইসলাম প্রতিবাদ মিছিল করার বিষয়ে অনড় ছিলেন। যদিও বুধবার সকালের মধ্যেই অবস্থান বদলে ফেলেন আরাবুল। মিছিল বাতিল ঘোষণা করা হয়। 
প্রথমে অবশ্য ঠিক হয়েছিল, কলকাতা পুলিশের আওতায় থাকা এলাকায় মিছিল হবে। পুলিশ অনুমতি না দেওয়ায় সেই কর্মসূচি সরিয়ে নিয়ে যাওয়া হয় পাকাপুল ও গাছতলা এলাকায়। ওই এলাকা বারুইপুর পুলিশের আওতায় পড়ে। বারুইপুর জেলা পুলিশও ওই কর্মসূচির অনুমতি দেয়নি। শেষ মুহূর্তে দলীয় নেতৃত্ব জানায়, মিছিল আপাতত স্থগিত করার জন্য। আরাবুলও সেই নির্দেশ মেনে নিয়েছেন। 

আরও পড়ুন:‌ প্রস্রাব কাণ্ডের জের, বিমানে মদ পরিবেশন নীতিতে বদল আনল এয়ার ইন্ডিয়া

আকর্ষণীয় খবর