আজকাল ওয়েবডেস্ক: বাকি ১০৮ পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি। তার আগেই তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর এলাকায়। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার নাম রানা দাশগুপ্ত। ব্লক স্তরের কাজ করেন তিনি। বুধবার রাতে নৈহাটির শিবদাসপুর এলাকা দিয়ে ফিরছিলেন। পেপার মিলের সামনে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার দাবি, প্রথমেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। একাধিক গুলি লাগে গাড়ির জানলার কাচে, চাকায়। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন রানা। এরপর তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করা হয় বলে খবর।
কোনওক্রমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন রানা। গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বরাতজোড়ে প্রাণে বেঁচে যান তৃণমূল নেতা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা। রাতেই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী–সমর্থকরা। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে হালিশহরের পাঁচমাথার মোড় অবরোধ করে তাঁরা। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি।
আরও পড়ুন: বিয়েবাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃত অন্তত ১৩ মহিলা
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল