মিল্টন সেন, হুগলি: জাতীয় কুরাস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় হুগলির তিন কিশোরীর।
গত ১৬ জানুয়ারি উত্তরপ্রদেশের সাহারানপুর শহরের শিবধাম মন্দিরের ইন্ডোরে শুরু হয় প্রতিযোগিতা। তিন দিনের প্রতিযোগিতা চলে ২০ জানুয়ারি পর্যন্ত। দেশের ২০টি রাজ্য থেকে প্রায় ৬০০ জনের বেশি প্রতিযোগী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১৭ জন প্রতিযোগী। ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে হুগলি জেলা থেকে সাতজন প্রতিযোগী অংশ নেয়। বিভিন্ন বিভাগে জয়ী তৃতীয় স্থান অর্জন করে বৈদ্যবাটির তিন কিশোরী।তামান্না পাল (৫৭ কেজি), সৃজনা সরকার (৪৮ কেজি), অর্পিতা মণ্ডল (৬৩ কেজি) তৃতীয় স্থান অর্জন করে। কুরাস, মার্শাল আর্টের একটি অংশ। যার উৎপত্তি উজবেকিস্তানে। কোচ প্রবীর কুমার সিনহার তিন ছাত্রী এবারে সিনিয়র ন্যাশনালে পদক পাওয়ায় গর্বিত। এর আগে জুনিয়র ন্যাশনালে গোল্ড মেডেল এনেছে। এই প্রথম তারা সিনিয়র ন্যাশনালে অংশগ্রহণ করে। তাতেও পদক ছিনিয়ে এনেছে। প্রতিযোগী সৃজনা সরকার বলে, ৬ বছর বয়স থেকে সে প্রাক্টিস করছে। এর আগে বহু রাজ্য স্তরের খেলায় মেডেল এনেছে সে। পরবর্তীতে আরও ভাল কিছু করার ইচ্ছা রয়েছে তার।
ছবি: পার্থ রাহা
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের