Weather Update: সপ্তাহ খানেকের জন্য শীত উধাও, আরও চড়বে পারদ

আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানে জোরালো পশ্চিমি ঝঞ্ঝা।

তার প্রভাবে উধাও উত্তুরে হাওয়া। এটির প্রভাব কাটার আগেই শুক্রবার আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা দানা বাঁধবে। এর কারণে দক্ষিণবঙ্গে সপ্তাহ খানেকের জন্য উধাও হতে চলেছে শীতের আমেজ। অর্থাৎ জানুয়ারি মাসে শীতের আমেজ আর পাওয়া যাবে না। উল্টে হাওয়ায় জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় আরও কিছুটা চড়তে পারে পারদ। মঙ্গলবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 

রবিবার থেকে ফের একবার চড়তে শুরু করেছে পারদ। মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কলাইকুন্ডায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ৩০.৪, দমদমে ৩০.০। উত্তরবঙ্গে অবশ্য জমজমাট শীতের আমেজ রয়েছে। এবার শীতে দু–তিন দফায় দিন কয়েকের জন্য জমজমাট শীতের আমেজ পাওয়া গেছে। বাকি সময়টা হালকা আমেজ ছিল। বৃষ্টিও হয়নি। ফলে কনকনে আমেজও আসেনি। এবার যে জমজমাট শীতের আমেজ পাওয়া যাবে না তা আগেই পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আফগানিস্তানে পশ্চিমি ঝঞ্ঝা দানা বাঁধলে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়। অন্যবার দু'টি ঝঞ্ঝার মধ্যে ব্যবধান থাকায় উত্তুরে হাওয়া গতি পায়। যা উত্তর ও মধ্য ভারত হয়ে চলে আসে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। টানা হাওয়া বইতে থাকায় হাওয়ায় আর্দ্রতা কমে আসে রুক্ষভাব। পাওয়া যায় কনকনে আমেজ। এবার উত্তুরে হাওয়ার গতি না থাকায় সেই রুক্ষভাব আসেনি। উল্টে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকে ভোরের আকাশ হয়েছে কুয়াশাচ্ছন্ন। বেড়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিনেও তার ব্যতিক্রম হবে না। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 

আকর্ষণীয় খবর