Mamata-Suvendu: বিধানসভায় মমতার ঘরে শুভেন্দু, সংঘাতের মধ্যেই সৌজন্য বিনিময় মুখ্যমন্ত্রী-বিরোধী দলনেতার

আজকাল ওয়েবডেস্ক: সংঘাতের মধ্যেই সৌজন্যের ছবি।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন গেরুয়া শিবিরের বিধায়ক অশোক লাহিড়ি, অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। সাক্ষাৎ হয় খুব অল্প সময়ের। তবে লাগাতার সংঘাতের মাঝে এই সৌজন্য সাক্ষাৎ স্বাভাবিক ভাবেই রাজ্য রাজনীতিতে নতুন চর্চার শুরু করেছে। তৃণমূল শিবির ত্যাগ করে গেরুয়া শিবিরে শুভেন্দু অধিকারী যাওয়ার পর থেকেই একাধিক সময়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তার মাঝেই আজকের এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই সাক্ষাৎ নেহাত সৌজন্য সাক্ষাৎ ছিল। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চা খাওয়ার কথা বলা হলেও বিধানসভার ব্যস্ততার কারণে চা খাওয়া হয়নি। ওয়াকিবহাল মহলের মতে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, আজকে আরও চমক অপেক্ষা করে ছিল শেষ ভাগের জন্য। সাক্ষাতের পর বিধানসভায় বক্তব্যে শুভেন্দুর নাম উল্লেখ না করেই তাঁকে 'ভাই' বলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আজ মমতা বলেন, 'যাঁকে ভাইয়ের মতো স্নেহ করতাম একসময়ে, তিনি বলছেন, আমাদের সরকার নাকি বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি।' তারপরেই তিনি বলেন, 'তাহলে দিল্লির সরকারটা কী? বাই দ্য এজেন্সি, অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি? আমাদের সরকার মানুষের সরকার। তৃণমূল যখন তৈরি হয়, তখন ছিলেন না আপনি।'

আকর্ষণীয় খবর