আজকালের প্রতিবেদন: করোনা রোগটা না এলে স্পষ্ট বোঝা যেত দিল্লির দাঙ্গার সঙ্গে কারা যুক্ত ছিল। সোমবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন জেএনইউ–এর প্রাক্তন ছাত্র উমর খালিদকে দাঙ্গার জন্য গ্রেপ্তার করার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কারা দাঙ্গা করে তা সকলেই জানে। আপের প্রাক্তন নেতা যোগেন্দ্র প্রতাপকেও কারা হেনস্থা করেছিল সেটাও আমরা জানি। করোনার পরিস্থিতি নিয়ে সরকারি বিধিনিষেধ না মেনে একদল শুধু মিটিং মিছিল করে বেড়াচ্ছে। যা খুশি তাই করছে। এভাবে দেশ চলতে পারে না। বাংলাতেও নানা ধরনের অশান্তি করার চেষ্টা করা হচ্ছে। ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কারা করছে সবাই জানে। অন্য দেশের খবর সোশ্যাল মিডিয়ায় বাংলায় ঘটেছে বলে দেখিয়ে দেওয়া হচ্ছে। বাংলায় সর্ব ধর্মের বাস। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। এখানে সাম্প্রদায়িক হাঙ্গামা কাউকে করতে দেব না।’
Aajkaal © 2017