আজকাল ওয়েবডেস্ক: এখনই স্কুল না খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী বছরের শুরুতেই মাধ্যমিক এবং উচ্চ–মাধ্যমিক পরীক্ষা। অতিমারী পরিস্থিতিতে ক্লাস না হওয়ার সিলেবাসে কাঁটছাট করা হতে পারে, দাবি সূত্রের।
মার্চে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকেই স্কুল–কলেজে তালা পড়েছে। আনলক পর্বে অনেক রাজ্য স্কুল–কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গেও ডিসেম্বর থেকে স্কুল–কলেজ খোলা হতে পারে বলে জানা গিয়েছিল। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, স্কুল দীর্ঘদিন বন্ধ থাকায় এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। পরিস্থিতি আরও খতিয়ে দেখে পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত স্কুল বন্ধই থাকছে।
সূত্রের খবর, ২০২১–এর মাধ্যমিকে ৩০% এবং উচ্চমাধ্যমিকে ৩৫% সিলেবাস বাদ দেওয়া হতে পারে। তবে পরীক্ষা কবে হবে, সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে। করোনা আবহে কলেজ–বিশ্ববিদ্যালয় কবে থেকে খুলবে, জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী জানান, উপাচার্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
Aajkaal © 2017