আজকালের প্রতিবেদন: শহরে জল সমস্যা সমাধানে ১১টি ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশন করতে চলেছে কলকাতা পুরসভা। বুধবার মেয়র পারিষদের মাসিক বৈঠকের পর একথা জানান কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তৃণমূল পরিচালিত এই পুরবোর্ডের এদিন শেষ মেয়র পারিষদ বৈঠক ছিল। মেয়র আরও জানান, সারা কলকাতা জুড়ে জলের যে কাজ বাকি ছিল, সেগুলি দ্রুত কার্যকর করা হবে। দুটো ১০০ শয্যার ডেঙ্গি ক্লিনিক তৈরি করা হবে। ৫৮ নম্বর ওয়ার্ডের চম্পামণি মাতৃসদনকে ১০০ শয্যার করা হচ্ছে। খিদিরপুর মাতৃসদনেও শয্যা বাড়ানো হবে। ডেঙ্গি চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার কাজ করা হবে। পুর স্বাস্থ্যকেন্দ্র থেকে সুপারিশ করলে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো যাবে। সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলির ওপর এর ফলে চাপ কমবে। চেতলায় ১৬ শয্যার একটা ডায়ালিসিস ক্লিনিক করা হয়েছে। দ্রুত চালু করা হবে সেটি। পুরসভা সূত্রে খবর, শেষ মেয়র পারিষদের বৈঠকে প্রায় শ’খানেক প্রস্তাব উত্থাপন করা হয়। যার সবই পাশ হয়ে যায়। এই পুরবোর্ডের শেষ মাসিক অধিবেশন ২২ ফেব্রুয়ারি।
Aajkaal © 2017