আজকাল ওয়েবডেস্ক: মাঝরাতে উত্তাল এসএসকেএম চত্বর।
সূত্রের খবর, রোগীর মৃত্যুর পর শংসাপত্র লেখাকে কেন্দ্র করে জটিল হয় পরিস্থিতি। অভিযোগ ভাঙচুর হয় ট্রমা কেয়ার সেন্টারে। চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে রবিবার মধ্যরাতে। চুঁচুড়া থেকে হাসপাতালে নিয়ে আশা হয় মহম্মদ ইরফানকে।
গুরুতর যখম অবস্থায় ইরফানকে নিয়ে আসা হয়েছিল কলকাতার হাসপাতালে। এসএসকেএম-এর ট্রমা কেয়ার বিভাগে নিয়ে যাওয়া হলে ওই যুবককে মৃত ঘোষণা করা হয়। স্থনীয় সূত্রের খবর, তার পরেই জটিল হয় পরিস্থিতি। মৃত্যুর শংসাপত্র লেখা নিয়ে চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়ান রোগীর পরিবারের লোকজন। অভিযোগ, রোগীর পরিবার ট্রমা কেয়ার বিভাগ ভাঙচুর করে। সেখানে উপস্থিত থাকা চিকিৎসকদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের