SSC Group C: গ্রুপ সি চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল এসএসসি

আজকাল ওয়েবডেস্ক: ২০১৬ সালের গ্রুপ সি চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন।

শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে ২০১৬ সালের গ্রুপ সি চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেককে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। আগামী ২৩ মার্চ সকাল ১০.৩০ নাগাদ প্রথম পর্বের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে প্রার্থীদের।

তালিকায় যে সমস্ত প্রার্থীদের নাম রয়েছে তাদের প্রত্যেককে কমিশনের তরফে কল লেটার পাঠানো হয়েছে। সেই কল লেটার কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। বৈধ কল লেটার ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। সেখানে উঠে এসেছে একের পর এক বড় নাম। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এরই মধ্যে নয়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি।

আকর্ষণীয় খবর