আজকাল ওয়েবডেস্ক: বল ভেবে খেলতে গিয়ে সকেট বোমা বিস্ফোরণ! জখম তিন কিশোর।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের টিকটিকিপাড়া এলাকায়। জানা গিয়েছে, শনিবার সকালে মাঠে খেলা করার সময় বল ভেবে একটি বস্তুকে তুলে আনে ওই তিন কিশোর। আর তারপর খেলতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ হয়। ছিটকে পড়ে তারা। তড়িঘড়ি তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাদের বুকে ও পিঠে আঘাত লেগেছে। আপাতত তারা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। আহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।
আরও পড়ুন: সামাজিক প্রকল্পের উন্নয়নের জন্য রাজ্যকে ১ হাজার কোটি টাকা ঋণ বিশ্ব ব্যাঙ্কের
জানা গিয়েছে, টিকটিকিপাড়া এলাকার যে মাঠে এই ঘটনাটি ঘটেছে সেখানে থেকে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। অনেক শিশুরা খেলাধুলোও করে। ওই এলাকায় আর কোনও বোমা মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এখানে এই বোমা রেখে গিয়েছিল তা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?