আজকাল ওয়েবডেস্ক: পুরভোটের আগে উত্তপ্ত কোচবিহার।
তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে চলল গুলি। দিনহাটার ৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস দাস শনিবার দুপুরে তাপস ২ নং ওয়ার্ড থেকে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকার বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি থেকেই গুলি চলেছে।
এই নিয়ে তৃণমূলের তরফে উদয়ন গুহ জানান, ‘এলাকার সমাজ বিরোধী হিসেবে পরিচিত অজয় রায় সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছে। আমার ওপরেও এর আগে হামলা চালানো হয়েছিল। এলাকা ছাড়া হয়েছিল। কিন্তু আজ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে সে দিনহাটায় ঢোকে। চাকরি দেওয়ার নাম করে, জমিজমা সংক্রান্ত বিষয়ে ও বহু লোকের কাছ থেকে টাকা তুলেছিল। তাই ওর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। তখন ওর বাড়ির ভিতরে ছিল সমাজবিরোধীরা। সেখান থেকেই এই গুলি চালানো হয়।’
আরও পড়ুন: ‘অভীকদা রাতে ধানখেত দেখাতে নিয়ে গিয়েছিল’, আর কী বললেন মৃত প্রোমোটারের বান্ধবী?
যদিও বিজেপির দাবি, ওই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ৪৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এটা তারই ফল। গোষ্ঠীকোন্দল আড়াল করার জন্যই বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে।
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল