আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্র ও রাজ্যের অফিসারদের যৌথ উদ্যোগে বিদেশে পাচারের আগেই 'সিহর্সের' শুকনো দেহাংশ উদ্ধার হল।
মঙ্গলবার দুপুরে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং রাজ্য বনদপ্তর যৌথভাবে উত্তরবঙ্গের নক্সালবাড়ির কাছে এই অভিযান চালায়। আটক করা হয়েছে সিহর্সের পাঁচ কেজি শুকনো দেহাংশ। সূত্র অনুযায়ী জানা গেছে বাজেয়াপ্ত এই সিহর্সের মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা। এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যে এই জিনিস উদ্ধার করা হল। ঘটনায় আটক করা হয়েছে ইসলামপুরের এক বাসিন্দাকে।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পূর্বাঞ্চলীয় অধিকর্তা অগ্নি মিত্র বলেন, 'সম্ভবত এই নিয়ে দ্বিতীয়বার এই জিনিস আমাদের রাজ্যে উদ্ধার হল। এর ব্যবহার আমাদের দেশে সাধারণত নেই। বিদেশে মূলত চিনে এর ব্যবহার আছে। সেখানে প্রাচীন কিছু ওষুধ তৈরির কাজে এর ব্যবহার করা হয়। যদিও সিহর্সের দেহ ওষুধ তৈরির কাজে লাগার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।'
সূত্র অনুযায়ী জানা গেছে, তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা থেকে এই সিহর্স নিয়ে আসা হয়েছিল। হাত বদলের আগেই তা ধরা পড়ে যায়। তবে যাকে আটক করা হয়েছে তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল বা কার হাতে সে এই জিনিস তুলে দিতে যাচ্ছিল সেটা জানতে তাকে জেরা করা হচ্ছে।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের