আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন বন্ধের কথা বলেননি অভিষেক ব্যানার্জি, এমনটাই সাফাই দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে গিয়ে বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান করোনা পরিস্থিতিতে দু’মাস সব ধরনের রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা উচিত।’ এরপরই সরব হয়েছিল বিরোধীরা। প্রশ্ন তোলা হয়, তাহলে কেন গঙ্গাসাগর মেলার অনুমতি দেওয়া হচ্ছে? বা পুর নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে না?
এরপরই এদিন সৌগত রায় দাবি করলেন, ‘অভিষেক কখনই নির্বাচন বন্ধের কথা বলেননি। বর্তমান পরিস্থিতিতে সাধারণভাবে কী করা উচিত সেটাই বলতে চেয়েছেন। অভিষেক ব্যানার্জি যা বলেছেন তা বলার আগেই পুর নির্বাচন ও গঙ্গাসাগর মেলার ঘোষণা হয়ে গিয়েছিল। ফলে তা বন্ধ করা সম্ভব নয়।’
আরও পড়ুন: যেমন কথা তেমন কাজ, অভিষেকের নির্দেশে ডায়মন্ড হারবারে জোরকদমে চলছে কোভিড টেস্ট
এরই সঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ‘তৃণমূল সমস্ত বিধিনিষেধ মেনে পুরভোটের প্রচার করছে। বিধাননগরেও দলের তরফে সর্বাধিক পাঁচজন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। কয়েকদিন পর ছোট ছোট সভা করার কথা ভাবছে দল।’ এদিকে গঙ্গাসাগর যে জেলার অন্তর্গত সেই ডায়মন্ড হারবারে অভিষেকের কথা মতো আজ ৩০ হাজার টেস্ট করার কাজ সকাল থেকেই শুরু হয়েছে।
Paresh Adhikari: দীর্ঘক্ষণ জেরার পরেও নিস্তার নেই, শনিবার ফের নিজাম প্যালেসে তলব করা হল পরেশ অধিকারীকে
Book: ফুটপাতে জনগণের জন্য ফ্রিজ বসিয়েছেন, এবার তৌসিফের লক্ষ্য বাস স্টপে বুক শেলফ
KMC: শহরের বহুতলে স্পট মিউটেশন শুরু করবে কলকাতা পুরসভা
Nirmal Majhi: রোগী কল্যাণ সমিতিতে নির্মল মাজির জায়গায় এলেন সুদীপ্ত রায়