আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ২৮ জন।
এনিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেল ২০ হাজার। এদিনে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন। যা গতকালের চেয়ে খানিকটা কম (বৃহস্পতিবার ছিল ২৩,৪৬৭)। সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই কম। ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪৫ হাজার ৪৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়েছে ৭২ হাজার ৭২৫ জনের। পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। জেলাওয়ারি পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে, শীর্ষে কলকাতা। শহরে ফের বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৬৭ জন। মৃত্যু হয়েছে সাত জনের। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৮ জন, মৃত্যু হয়েছে আট জনের।
এদিকে সংক্রমণ যেভাবে বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা। তাঁদের আশঙ্কা, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা থেকেই মনে করা হচ্ছিল মৃতের সংখ্যা বাড়বে। এমনকী সেই সংখ্যাটা ৫০-এও পৌঁছে যেতে পারে।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Arpita Mukherjee: সংশোধনাগারে বিন্দাস মুডে অর্পিতা, করছেন আমিষ পদের আবদার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা