Weather Update: নিম্নচাপের জের! অষ্টমী বিকেল থেকে একটানা বৃষ্টি, সতর্কতা জারি করল হাওয়া অফিস

আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেল না।

অষ্টমীর সকাল থেকেই দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন এখনও। বিকেল থেকে সন্ধেতেও বৃষ্টি হচ্ছে একাধিক জায়গায়। এমনকী কলকাতাতেও বিকেলের পর দুর্যোগপূর্ণ আবহাওয়া। 
হাওয়া অফিস জানাচ্ছে, বিকেল ৪টের পর থেকে শহর ও শহরতলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। টানা তিন ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কলকাতায়। ভারী বৃষ্টি না হলেও, আরও কিছুক্ষণ এমন আবহাওয়া বজায় থাকবে। সঙ্গে বাজ পড়ার আশঙ্কাও রয়েছে। ঠাকুর দেখতে বেরোলেও যতটা সম্ভব নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। 
পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে উত্তরবঙ্গের আট এবং দক্ষিণের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

আকর্ষণীয় খবর