Weather Update: ‌শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি হতে পারে উত্তরে

আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর হাওয়া অফিস।

তবে মহালয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে বলা হয়েছে। 
শুক্রবার সকালে রোদ উঠলেও জানা গেছে বেলা বাড়তেই বদলাতে পারে পরিস্থিতি। কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। 

 

আরও পড়ুন:‌ ‘‌চাহারকে বসিয়ে রেখে কেন উমেশকে খেলানো হল!‌’‌ টিম ম্যানেজমেন্টের কাছে প্রশ্ন সানির 

আকর্ষণীয় খবর