আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহে ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছিল দক্ষিণবঙ্গবাসী।
শনিবারের কালবৈশাখী রেহাই দিয়েছে। এনেছে স্বস্তির বাতাস। প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বয়েছে শহর কলকাতায়। তার পরের দু’ দিনও আবহাওয়া প্রায় একই রয়েছে। তবে এবার আবহাওয়া দপ্তর আরও স্বস্তির খবর শোনাল।
সোমবার বিকেলে বুলেটিন দিয়ে আবহাওয়া দপ্তর জানাল, গোটা সপ্তাহে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে ঝড়–বৃষ্টি চলতেই থাকবে। মৌসুমী বায়ু পূর্ব–মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হয়েছে। সে কারণে বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, ২৩ থেকে ২৫ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। গতি থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। সব থেকে বেশি ঝড়বৃষ্টি হবে কলকাতায় ২৪ তারিখ। ২৬ তারিখ থেকে কমবে ঝড়–বৃষ্টি। তবে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। আজ থেকে উত্তরবঙ্গেও চালু হবে বৃষ্টি। ২৬ তারিখ যখন দক্ষিণে কমবে বৃষ্টি, তখন উত্তরে বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হবে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
Jagdeep Dhankhar: ‘বাংলায় মাথা নিচু করে বাস করছেন’! দাবি রাজ্যপালের, পাল্টা দিল তৃণমূল