আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের এক কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার কান্তনগরে। পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস এদিন সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে কান্তনগরে গিয়েছিলেন লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে। পুলিশ সূত্রে খবর, তখনই বাইকআরোহী দুষ্কৃতীরা তাঁর সামনে এসে তাঁকে গুলি করে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তপন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলির শব্দ এবং তাঁর আর্ত চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাঁকে ওই অবস্থায় দেখে রায়গঞ্জ থানায় খবর দেন। পুলিস পৌঁছে তপনকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের সন্ধানে নেমেছে পুলিশ। হামলার কারণ এখনও জানতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
Aajkaal © 2017