Pingla Utsav: করোনার দাপট কাটিয়ে এবছর ফের শুরু হল পিংলা উৎসব

আজকাল ওয়েবডেস্ক: করোনায় অতিষ্ঠ হয়ে উঠেছিল জীবন। তা থেকে যেন কিছুটা স্বস্তি। শনিবার শুভ সূচনা হল পিংলা উৎসবের। পিংলা থানার পার্শ্বস্থ ময়দানে এই উৎসবের উদ্বোধন হল। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ উন্নয়ন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া এবং পিংলার বিধায়ক অজিত মাইতি। উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরতি, থানার ওসি সুদীপ ঘোষাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই মেলা উপলক্ষ্যে এলাকায় একটি পদযাত্রাও করা হয়।

সকলেই সেখানে পা মেলান।

 

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অজিতবাবু এই উৎসব সম্পর্কে নানা কথা বলেন। সেই সঙ্গে সদ্য প্রয়াত সঙ্গীত জগতের তিন মহারথীর স্মৃতিচারণা করে বলেন, ‘আমরা তিনজনকে পরপর হারালাম।

লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, বাপ্পি লাহিড়ী ভারতের সাংস্কৃতিক জগতে এঁদের অবদান প্রচুর।’

পিংলার এই উৎসব সাত বছরে পড়ল। গত বছর করোনার কারণে না হলেও প্রতিকূল সময় পেরিয়ে সরকারের অনুমতি নিয়ে ফের এই উৎসব শুরু হল। সাতদিন ধরে চলবে এই উৎসব। প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ফের এই বছর উৎসব হওয়ায় এলাকার মানুষ ভীষণ উৎসাহী। সামিল হচ্ছেন তাঁরাও।

আরও পড়ুন: রবির সকালে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা! কবে, কখন?

আকর্ষণীয় খবর