আজকাল ওয়েবডেস্ক: মার্চেই হতে চলেছে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবার জন্য চূড়ান্ত পরীক্ষা।
সব ঠিক থাকলে আগামী ১৫ মার্চ হতে পারে কমিশন অফ রেলওয়ে সেফটি’র (সিআরএস) পরীক্ষা। জানিয়েছেন এক মেট্রো আধিকারিক। তাঁর কথায়, ‘আগামী ১৫ মার্চ এই সিআরএস পরীক্ষা হওয়ার কথা চলছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এই পরীক্ষা হওয়ার পর সিআরএস ছাড়পত্র পাওয়া গেলে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে।’
বাংলা নববর্ষের আগেই কি এই পরিষেবা চালু করা সম্ভব? উত্তরে ওই আধিকারিক বলেন, ‘চেষ্টা করা হচ্ছে। তবে চূড়ান্ত ছাড়পত্র হাতে না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’
চালু হওয়ার পর ইস্ট–ওয়েস্ট মেট্রো এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে রওনা হয়ে চলছে ফুলবাগান পর্যন্ত। ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মেট্রো যাত্রাকে। সেক্টর ফাইভ থেকে রওনা হয়ে সল্টলেক স্টেশন পর্যন্ত এই মেট্রো পথ গেছে মাটির ওপর দিয়ে। সুভাষ সরোবরের কাছে এই মেট্রোপথ ঢুকেছে মাটির নিচে ফুলবাগান স্টেশনে। ফুলবাগান থেকে রওনা দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট–ওয়েস্ট মেট্রোর গোটা পথটাই গেছে মাটির নিচ দিয়ে। শিয়ালদহের পর থেকে এখন মাটির নিচে চলছে রেললাইন বসানোর কাজ। তৈরি হচ্ছে স্টেশন এবং অন্যান্য পরিকাঠামো।
আরও পড়ুন: ছোটদের জন্য আসল রাইফেল বাজারে আনল মার্কিন অস্ত্র নির্মাণ সংস্থা