Injured: ‌চিতাবাঘের হামলায় জখম চা শ্রমিক

অতীশ সেন, বানারহাট:‌ ডুয়ার্সের চামুর্চী চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হামলায় জখম হলেন এক চা শ্রমিক।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে চামুর্চী চা বাগানের ২০ নম্বর সেকশনে। জানা গিয়েছে চা বাগানে কাজ করার সময় সেখানে লুকিয়ে থাকা একটি চিতাবাঘ বাবর আনসারী নামের এক যুবককে পেছন থেকে আক্রমণ করে। চিতাবাঘের হামলায় গুরুতর জখম বাবরকে প্রথমে বানারহাট হাসপাতাল ও পরবর্তীতে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। চিতার হামলায় ওই শ্রমিকের চোখ ও ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার খবর  পেতেই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বনদপ্তরের পক্ষ থেকে আহতের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। 

আকর্ষণীয় খবর