আজকালের প্রতিবেদন: এবারের মাধ্যমিক পরীক্ষায় ইনভিজিলেটর বা পরিদর্শকের দায়িত্ব পালন করবেন পার্শ্বশিক্ষকরাও। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০০৫ সালে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে নিযুক্ত হন পার্শ্বশিক্ষকরা। ২০০৬ এবং ২০০৭ সালের মাধ্যমিক পরীক্ষায় এই শিক্ষকরা পরিদর্শকের দায়িত্ব পালন করলেও, পরে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাজের দায়িত্ব দেওয়া হলেও, পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ ছিল। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। শিক্ষামন্ত্রী বিষয়টি পর্ষদকে দেখতে বলেন। মঙ্গলবার পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠক করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ বলেন, ‘প্রায় ৫০ হাজার পার্শ্বশিক্ষক সম্মান পাবেন। দীর্ঘ ১২ বছর পর এই সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী এবং পর্ষদকে ধন্যবাদ।’
Aajkaal © 2017