Durga Puja: ‌প্রবল ঝড়বৃষ্টিতে জলপাইগুড়ির রাজগঞ্জে ভেঙে পড়ল মণ্ডপ

আজকাল ওয়েবডেস্ক:‌ অষ্টমীতে জলপাইগুড়িতে প্রবল ঝড়বৃষ্টি।

যার জেরে জলপাইগুড়ির রাজগঞ্জে ভেঙে পড়ল মণ্ডপ। ঘটনাটি ঘটেছে মহাষ্টমীর অঞ্জলির সময়।
অষ্টমীতে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাসকে সত্যি করেই সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয় ঝড়বৃষ্টি। অঞ্জলির সময়ে মণ্ডপে দর্শনার্থীদের হুড়োহুড়ি ও দুর্যোগের জোড়া ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলপাইগুড়ির রাজগঞ্জের কদমতলা পাতিলাভাসা সর্বজনীনের পুজোমণ্ডপ। প্রতিমাও ক্ষতিগ্রস্ত হয়। যদিও ঘটনায় কেউ আহত হননি। তবে আতঙ্কিত হয়ে পড়েন অঞ্জলি দিতে আসা মানুষজন। জানা গেছে এই পুজোর অন্যতম উদ্যোক্তা স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। প্যান্ডেল ভাঙার ঘটনায় তিনি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েন। প্যান্ডেল নির্মাতার ভুলেই এত ঘটনা ঘটেছে বলে দাবি বিধায়কের। এর পাশাপাশি, সোমবার ঝড়বৃষ্টিতে জলপাইগুড়ি, ধূপগুড়ি–সহ একাধিক জায়গায় পুজোর আলোকসজ্জার তোরণ ভেঙে পড়েছে। যার জেরে যান চলাচল ব্যাহত হয়েছে।

আরও পড়ুন:‌ অসুরের মুখটা অনেকটা গান্ধীজির মতো!‌ রুবি মোড়ে হিন্দু মহাসভার দুর্গাপুজো ঘিরে তীব্র বিতর্ক

আকর্ষণীয় খবর