Classroom: স্কুল জীবনের শেষদিনে আনন্দে ক্লাসরুমে ভাঙচুর পড়ুয়াদের! ভাইরাল ভিডিও 

আজকাল ওয়েবডেস্ক: যাকে বলে ফুর্তির প্রাণ, গড়ের মাঠ।

বাধা নিষেধ বা নিয়মকানুন মানার কোনও প্রশ্নই ওঠে না। শরীরের ভঙ্গিটাও এরকমই যে কে কী করবে? ফলে ভাঙচুর, হৈচৈ সবই হল। হাওড়া ময়দান এলাকার একটি স্কুলে। নতুন বছরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। বুধবার দিনটা ছিল স্কুল জীবনের শেষদিন। তাই দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে তাদের 'ফেয়ার ওয়েল' পালন করল একেবারে নিজেদের মতো করে!

ক্লাসরুমে চালাল ভাঙচুর, চিৎকার চেঁচামেচি বা যাকে বলা হয় হুলুস্থুলু কাণ্ড। গোটা বিষয়টির ভিডিও ভাইরাল হয়েছে। যদিও Aajkaal.in-এর তরফে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ভিডিওতে দেখা গেছে কীভাবে নিজেদের স্কুলের সম্পত্তি নিজেরা ভাঙচুর করছে। বেঁকিয়ে দিচ্ছে সিলিং ফ্যান। সকলেই বেশ হাসি হাসি মুখে। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র‌। নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। ফুটেজ দেখে পড়ুয়াদের চিহ্নিত করা চলছে বলে স্কুলের একটি সূত্র জানিয়েছে।

আকর্ষণীয় খবর