বিভাস ভট্টাচার্য: বাঁ কান রক্ষা করল ডান কানকে।
নিজের ভাগের কার্টিলেজ দিয়ে ফিরিয়ে দিল সঙ্গীর পুরনো রূপ। প্লাস্টিক সার্জারির মাধ্যমে। এনআরএস হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে খড়গপুরের বাসিন্দা স্কুল পড়ুয়া অনুরাগ গুপ্তা। এনআরএসের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা: ভিপি সাহা’র তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা: অমিতাভ দে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৬ বছরের অনুরাগের ডান কানের মাঝামাঝি একটি টিউমার হয়েছিল। যা পরীক্ষা করে এই হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারে টিউমারের সঙ্গে কানেরও ৬০ থেকে ৬৫ শতাংশ বাদ চলে যায়। এরপর ইএনটি থেকে তাকে পাঠানো হয় প্লাস্টিক সার্জারি বিভাগে। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন বাঁ কানের অংশ দিয়ে ডান কানের ওই জায়গাটা মেরামত করার। ডা: অমিতাভ দে বলেন, ‘বাঁ কান থেকে প্রয়োজনীয় কার্টিলেজ নিয়ে ডান কানের চামড়ার নিচে স্থাপন করা হয়। প্রায় আড়াই মাসের মতো রাখার পর কানের বাকি অংশটা তৈরি হলে সেটা স্থাপন করা হয়। সুস্থ হয়ে অনুরাগ গত ২০ জুলাই বাড়ি ফিরে গেছে। ঘটনা হল, এরজন্য কিন্তু অনুরাগের বাঁ কানের এতটুকু বিকৃতি হয়নি।’
আরও পড়ুন: ক্লাসরুমে উদ্ধার শিক্ষকের দেহ, চাঞ্চল্য
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Arpita Mukherjee: সংশোধনাগারে বিন্দাস মুডে অর্পিতা, করছেন আমিষ পদের আবদার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা