আজকাল ওয়েবডেস্ক: ৩,৩০০ টাকার বিনিময়ে মাটির দলা পেলেন বিজয় দেবনাথ।
যা দেখে মাথায় হাত চা শ্রমিকের। টেলিকলে অফার ছিল মাত্র ৩,৩০০ টাকায় রেড মি প্রো ৯ মোবাইলের। দিল্লির একটি কোম্পানির এই ফোন পেয়ে আর অপেক্ষা করেননি রাজগঞ্জ ব্লকের কুকুর যান গ্রামপঞ্চায়েতের মান্তা পাড়া এলাকার বাসিন্দা পেশায় চা শ্রমিক বিজয় দেবনাথ। সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে যান। বুক করে দেন একটি হ্যান্ড সেট। বৃহস্পতিবার তাঁকে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস থেকে ইন্টিমেশন পাঠিয়ে জানানো হয় তার নামে একটি পার্সেল এসেছে। সেটি নিতে হলে তাঁকে পোস্ট অফিসে এসে ৩,৩০০ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। এরপরই ওই চা শ্রমিক বুঝে যান, তাঁর স্মার্ট ফোন এসে গেছে। কষ্টার্জিত টাকা নিয়ে বাসে চেপে তিনি চলে যান ৩৫ কিলোমিটার দূরে থাকা ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। এরপর টাকা দিয়ে পার্সেল খুলতেই তাঁর প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। দেখেন প্লাস্টিক প্যাকেটের ভেতর থাকা বাক্সে রয়েছে মাটির দলা। হতাশ বিজয় বাবু বলেছেন ‘আমি চা বাগানে কীটনাশক স্প্রে করে যে সামান্য টাকা উপার্যন করি তা দিয়ে আমার সংসার চলে। আমার অনেকদিনের ইচ্ছে ছিল একটা স্মার্ট মোবাইল ফোন কেনার। তাই এত কম দামে স্মার্ট ফোন পাওয়ার লোভ সামলাতে পারিনি। পরিবর্তে পেলাম মাটির দলা। এভাবে ঠকে যাব ভাবতে পারিনি।’ ঘটনায় পোস্ট মাস্টার ধনঞ্জয় চক্রবর্তী বলেন ‘এই জিনিস আগেও হয়েছে। আবার শুরু হল। তবে এই ব্যাপারে আমাদের বিশেষ কিছু করার থাকে না। উনি অভিযোগ দায়ের করলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।’
আরও পড়ুন: বিশেষ ক্রুজে গঙ্গাভ্রমণে এবার যুক্ত হল গানের অনুষ্ঠান
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা