Bratya Basu: ‌‌বিরোধীরা প্রতিবাদ করলেও ব্রাত্যর সাফ কথা, ‘‌স্কুলে পিপিপি মডেল নিয়ে কোনও আলোচনা হয়নি’‌

আজকাল ওয়েবডেস্ক:‌ স্কুলে পিপিপি মডেল নিয়ে কোনও আলোচনাই হয়নি।

সাফ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এটা ঘটনা, খসড়া পিপিপি মডেলের স্কুল নিয়ে উত্তাল রাজ্য। প্রতিবাদ দেখাচ্ছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই। এখনও শিক্ষা দপ্তরে এসব নিয়ে কোনও আলোচনাই হয়নি। ব্রাত্যর কথায়, ‘‌পিপিপি মডেল নিয়ে আমাদের দপ্তরে কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়নি। ভার্চুয়াল মাধ্যমে অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো খবর ছড়ানো হয়। যদি তা হয় পুলিশে এফআইআর করার কথা ভাবতে হবে।’‌ 
রাজ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে স্কুল চালানো বিষয়ে একটি খসড়া প্রকাশ্যে এসেছে। খসড়ার শেষে স্কুলশিক্ষা সচিবের নাম আছে। দ্বিতীয় একটি নির্দেশিকাও সামনে এসেছে। সেখানে নামের পাশাপাশি স্কুলশিক্ষা সচিবের স্বাক্ষর রয়েছে। যার বক্তব্য, নতুন ধাঁচের স্কুলগুলির জমি ও পরিকাঠামো সরকারের। প্রশাসনিক দেখভালের দায়িত্বে থাকবে বেসরকারি সংস্থা। কোন মাধ্যমে স্কুল চলবে তা ঠিক করবে সেই বেসরকারি সংস্থা। তাঁরাই হবেন শিক্ষক–শিক্ষিকাদের নিয়োগকর্তা। নিলামে সবচেয়ে বেশি টাকা দেওয়া বেসরকারি সংস্থা স্কুলের দায়িত্ব পাবে। সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্প অধিকর্তা, স্কুলশিক্ষা দপ্তরের কমিশনারের প্রতিনিধি, অর্থ দপ্তরের প্রতিনিধি ও আইন দপ্তরের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠিত হবে। সেই কমিটি গোটা বিষয়ে নজরদারি করবে। এই খসড়া প্রকাশ্যে আসার পরেই বিরোধীরা রাস্তায় নেমেছে। তবে ব্রাত্য স্পষ্ট করলেন, এ বিষয়ে কোনও আলোচনাই হয়নি। 

আরও পড়ুন:‌ ইউক্রেন সীমান্তে অসামরিক কনভয়ে হামলা রুশ–পন্থী বিদ্রোহীদের 
 


 

আকর্ষণীয় খবর