আজকাল ওয়েবডেস্ক: ওসির চেয়ারে বসে তো সারা রাজ্যের কাজ করা যায় না।
কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এভাবেই বললেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান চিকিৎসক নির্মল মাজি। তাঁর কথায়, ‘আমি গোটা রাজ্যের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।’ এই প্রসঙ্গেই নির্মল বলেন, থানায় ওসির চেয়ারে বসে তো সারা রাজ্যের আইন–শৃঙ্খলা রক্ষা করা যায় না।
কলকাতা মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে থাকার সময় নির্মলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। সম্প্র্রতি ওই হাসপাতালের এক সিনিয়র চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও শোনা গেছে তাঁর বিরুদ্ধে। যা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন চিকিৎসক মহলের একটি অংশ। শেষপর্যন্ত বৃহস্পতিবার তাঁকে অব্যাহতি দিয়ে ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়কে। এই হাসপাতালের পাশাপাশি সুদীপ্ত আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও আছেন।
এদিন নির্মল বলেন, ‘আমি নিজের কাজ নিজে করি। মানুষের সেবায় নিবেদিত প্রাণ। মমতা ব্যানার্জির ওপর আমার আস্থা আছে। অভিষেক ব্যানার্জির ওপর আমার বিশ্বাস আছে। ওঁরা আমাকে ভাল করে চেনেন এবং জানেন।’
যদিও নির্মলের কোনও মন্তব্য নিয়েই কিছু বলতে চাননি চিকিৎসক সুদীপ্ত রায়। তাঁর কথায়, ‘সবাইকে নিয়ে কাজ করতে হবে। পরিষেবার আরও উন্নতি করতে হবে। দেখতে হবে আরও বেশি সংখ্যক মানুষ যেন উন্নত চিকিৎসা পরিষেবা পান।’
আরও পড়ুন: বাম–ছাত্র যুবদের এসএসসি দপ্তর অভিযানে ধুন্ধুমার, আটক মীনাক্ষী সহ অন্তত দেড়শো
Mir Afsar Ali: এত বছরের 'জার্নি' শেষ! মির্চি ছাড়লেন মীর
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Thief In Kalighat: রথযাত্রার দিন কালীঘাটের এই বাড়িতে চুরি করতে এসেছিল চোর, তারপর যা হল...
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের