আজকাল ওয়েবডেস্ক: একুশের ভোটে ‘খেলা হবে’ স্লোগান বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
এরপর ক্ষমতায় এসে ‘খেলা হবে দিবস’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিও ‘খেলা হবে’-এর আদলে স্লোগান বানিয়েছে। কিন্তু এবার সেই গানেই কাটছাঁট করা হচ্ছে। কিন্তু কেন?
রাজনৈতিক প্রেক্ষাপটের বদল হয়েছে। তাই ‘খেলা হবে’ গানেও কিছু পরিবর্তন হল। গানটি বানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এবার তিনি জানালেন সেই কথা। ওই গানের একটি পঙক্তিতে ছিল ‘মুকুল, শোভন, সব্যসাচী, বিজেপি আজ আস্ত রাঁচি’। গানের এই লাইন এবার বাদ যাচ্ছে।
নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, ‘এই গানের একটি স্তবক এখন আর আমি বলি না। সেটা হল মুকুল, শোভন, সব্যসাচী...। কারণ হল মুকুল-সব্যসাচী এদিকে চলে এসেছে। আর মাঝখানে শোভন এখন বৈশাখীকে নিয়ে ভিক্টোরিয়ায় ঘুরছে।’ ওই সভা থেকে তাঁর গানে সংযোজন করলেন, ‘দিল্লিতে ভাই দিদিই যাবে, খেলা খেলা খেলা হবে।’
প্রসঙ্গত, একুশের ভোটের পর প্রথমে মুকুল রায় তৃণমূলে ফেরেন। এরপর সব্যসাচী দত্ত তৃণমূলে যোগ দেন। অন্যদিকে, শোভন চ্যাটার্জি এখনও বিজেপিতে বকলমে থাকলেও তিনি সক্রিয় নন। সেই কারণেই এবার এই লাইন তাঁর গান থেকে বাদ দিলেন দেবাংশু।
আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াই শেষ! প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে