আজকাল ওয়েবডেস্ক: নদিয়া জেলার তৃণমূল নেতা খুনে সরাসরি জড়িয়ে গেল মুর্শিদাবাদ ও নদিয়া জেলার একাধিক শীর্ষ তৃণমূল কংগ্রেস নেতার নাম।
বৃহস্পতিবার সন্ধেয় মুর্শিদাবাদের নওদা থেকে নদিয়াতে বাড়ি ফেরার সময় টিয়াকাটাঘাট এলাকায় খুন হন নদিয়ার নারায়ণপুর–২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রিনা বিশ্বাসের স্বামী তথা করিমপুর ২ ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মতিরুল ইসলাম বিশ্বাস। তৃণমূল নেতা খুনের পর বৃহস্পতিবার রাতেই তাঁর দেহরক্ষী নওদা থানায় ১০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, সেই অভিযোগ পত্রে নাম রয়েছে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা টিনা ভৌমিক সাহা, মুর্শিদাবাদের নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ (হাবিব) এবং নওদার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি ফিরোজ শেখ সহ আরও ৭ জনের। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
শুক্রবার মৃত তৃণমূল নেতার দেহ ময়নাতদন্তের সময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে হাজির ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা সহ দুই জেলার একাধিক শীর্ষ তৃণমূল নেতা।
মহুয়া মৈত্র বলেন, ‘দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে মতিরুল। এই খুনের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই।’ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা সিআইডি তদন্তের দাবি জানান।
আরও পড়ুন: কাতারে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা ও মেক্সিকো সমর্থকরা
Jadavpur University: ঝাঁকে ঝাঁকে উপদ্রুত এলাকায় উড়ে যাবে সোয়ার্ম ড্রোন, আবিষ্কার যাদবপুরের
Justice Abhijit Ganguly: এজলাসে বসেই রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
CV Ananda Bose: আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল
Moloy Ghatak: আইনমন্ত্রীকে তলব, আধঘণ্টার মধ্যে আদালতে হাজির মলয় ঘটক