সুরজিৎ ঘোষ হাজরা: কর্মরত অবস্থায় রহস্য মৃত্যু এক টিকিট পরীক্ষকের।
মৃতের নাম মহানন্দ সিং (৩৬)। মালদার ইংরেজবাজার এলাকার বাসিন্দা এই টিকিট পরীক্ষক বুধবার ভোর রাতে মালদা ষ্টেশনে ডাউন ১৫৬৬২ কামাক্ষা-রাঁচি এক্সপ্রেসে ওঠেন। সকালের দিকে বীরভূমের রাজগ্রাম ষ্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে ভাটরা গ্রামের কাছে রেল লাইনের উপর তার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাকে কেউ ফেলে দিয়েছে না কি দুর্ঘটনার কবলে পড়েছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।
টিকিট পরীক্ষকের স্ত্রী রিঙ্কু সিং বলেন, “রাতে ডিউটিতে যোগ দিতে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন আমার স্বামী। সকালে আমি বেশ কয়েকবার ফোন করেছিলাম। কিন্তু ধরেন নি। সকাল দশটার দিকে ওই ফোন থেকেই একজন ফোন করে আমাকে মৃত্যু সংবাদ দেয়।’’ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমছে রেল পুলিশ এবং স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা। কেউ মৃত্যুর পিছনে কেউ জড়িত কিনা সেবিষয়েও তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। টিকিট পরীক্ষকের কেউ শত্রু ছিল কিনা সেবিষয়েও খোঁজ নিয়ে দেখছে পুলিশ।
Paresh Adhikari: দীর্ঘক্ষণ জেরার পরেও নিস্তার নেই, শনিবার ফের নিজাম প্যালেসে তলব করা হল পরেশ অধিকারীকে
Book: ফুটপাতে জনগণের জন্য ফ্রিজ বসিয়েছেন, এবার তৌসিফের লক্ষ্য বাস স্টপে বুক শেলফ
KMC: শহরের বহুতলে স্পট মিউটেশন শুরু করবে কলকাতা পুরসভা
Nirmal Majhi: রোগী কল্যাণ সমিতিতে নির্মল মাজির জায়গায় এলেন সুদীপ্ত রায়