Death: ‌ভিনরাজ্যের তরুণীর দেহ উদ্ধার এন্টালিতে, তদন্তে লালবাজার

আজকাল ওয়েবডেস্ক:‌ এন্টালির পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হল তরুণীর দেহ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম অঞ্জলি কুমারী (‌১৮)‌। লালবাজার সূত্রে খবর, মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করা হয়েছে। জানা গেছে বিহারের বাসিন্দা অঞ্জলি কুমারী। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। পাশাপাশি তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখাও। এখনও অবধি ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ, এমনটাই জানা গেছে। 
তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিহারের মধুবনি এলাকার বাসিন্দা ছিলেন অঞ্জলি। সম্প্রতি কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য। শিয়ালদহ ব্রিজের নিচে এন্টালি এলাকার বসতি এলাকায় থাকতেন। পুলিশ সূত্রে খবর, বসতিতেই খুন হয়েছেন তরুণী। পরিত্যক্ত আবাসনে মেলে তরুণীর গলাকাটা দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে অঞ্জলিকে। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। বসতিতে এই খুনের ঘটনায় আতঙ্কে বাসিন্দারা। অধিকাংশেরই দাবি যে, তাঁরা জানতেনই না যে ওই তরুণী সেখানে থাকত। গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছে তরুণীর দেহ, কিন্তু স্থানীয়দের দাবি, তাঁরা কেউ কোনও শব্দ পাননি। 

আরও পড়ুন:‌ সাগরদিঘীতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

আকর্ষণীয় খবর