আজকাল ওয়েবডেস্ক: গুলিবিদ্ধ তৃণমূল নেতা বুধবার সকালে মারা গেলেন।
জানা গেছে, ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার সময় মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ মুর্শিদাবাদ থানার গৌরিবাগ–আজমশার এলাকায় গুলিবিদ্ধ হন রানীনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাব আলি। পুলিশ সূত্রে জানা যায়, আলতাবের বুকের পাশে একটি গুলি লেগেছিল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। রাতেই অস্ত্রোপচাপ করা হয়। বের করা হয় গুলি। তাতেও লাভ হয়নি। বুধবার সকালে মারা যান আলতাব।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানীনগর ১ ব্লকের লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলি মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কাজে লালবাগ শহরে গিয়েছিলেন। সন্ধে নাগাদ তিনি যখন নিজের বাইকে করে লোচনপুরের বাড়িতে ফিরে আসছিলেন সেই সময় গৌরিবাগ–আজমশার এলাকায় দু’জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় আলতাব মাটিতে পড়ে যান। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। বুধবার তিনজনকে লালবাগ মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। ধৃতদের নাম সাফিয়ার শেখ (২৭), ফিরোজ শেখ (২৭) এবং জিএম শেখ ওরফে হান্ডার ( ২৮)। ধৃতদের বাড়ি ইসলামপুর থানার মোহনপুর গ্রামে। ব্যক্তিগত শত্রুতার জেরে খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ভাঙড়ে বাতিল হল তৃণমূলের প্রতিবাদ মিছিল
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান