Murder: ‌প্রেমিকাকে খুন করে আত্মঘাতী ষাটোর্ধ্ব প্রেমিক, চাঞ্চল্য গড়ফায়

আজকাল ওয়েবডেস্ক:‌ প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হল প্রেমিক।

জানা গেছে মঙ্গলবার বিকেলে গড়ফা থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শান্তি সিংয়ের দেহ। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় ফ্ল্যাটের মেঝেতে ৪৫ বছরের মহিলার দেহ পড়ে রয়েছে। তাঁর গলায় ওড়না ফাঁস লাগানো অবস্থায় ছিল। মাথায় ছিল ক্ষতচিহ্ন। এর ঘণ্টা খানেক পরই বালিগঞ্জ ও ঢাকুরিয়া স্টেশনের মাঝে প্রেমিক বাবুলালের রক্তান্ত দেহ উদ্ধার হয়। জানা গেছে ষাটোর্ধ্ব বৃদ্ধ ওই প্রেমিক বাবুলাল ওরফে গোবর্ধন শেঠ পেশায় বাসচালক ছিলেন। যদিও বর্তমানে কোনও কাজ করতেন না। বিবাহিত ছিলেন। কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে থাকতেন না। শান্তি সিংয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলেই জানা যায়। প্রাথমিক তদন্তের পর তদন্তকারী অফিসারদের মনে হয়েছে, মঙ্গলবার বাবুলালের সঙ্গে দেখা করতেই গড়ফার ফ্ল্যাটে যান শান্তি সিং। সেখানে তাঁদের মধ্যে ঝামেলা হয়। রাগের বশে প্রেমিকাকে খুন করে বাবুলাল। এরপর অনুতাপে নিজে ট্রেনের সামনে ঝাঁপ দেন। 
শান্তি সিংয়ের বোন আবার দাবি করেছেন, মঙ্গলবার বিকেলেই তাঁকে ফোন করেছিলেন বাবুলাল। জানিয়েছিলেন, তিনি শান্তিকে খুন করেছেন। দু’টি মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। 
 

আরও পড়ুন:‌ ফের বাড়ল দৈনিক সংক্রমণ, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে  

আকর্ষণীয় খবর