আজকাল ওয়েবডেস্ক: ভিড় বাজারে এক হাজির সে।
কোথা থেকে উদয় হল, কেউ জানে না। তবে রবিবারের সকালে মানুষজন মজা নিলেন চুটিয়ে। আর মজা পেল সেও। তার শিষ্টাচারে হতবাক মানুষজন। বানরের পিঠ চুলকে দিয়ে পুলিশ আধিকারিক বললেন, ‘এই বাঁদরটি আর যাই হোক বাঁদর নয়।’
রবিবার বেলার দিকে জলপাইগুড়ি কংগ্রেস পাড়া এলাকার স্থানীয় একটি ক্লাবে আচমকাই এসে পড়ে একটি বাঁদর।
সেই সময় ক্লাবে আড্ডা দিচ্ছিল পাড়ার ছেলেরা। বাঁদরটিকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে পথ চলতি মানুষেরা। খবর চাউর হতেই ধীরে ধীরে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে সেখানে আসেন প্রভাস ঠাকুর নামে এক পুলিশ আধিকারিক।
এত মানুষের মধ্যে বাঁদরটি বেছে বেছে একবার উঠতে থাকে এক ক্লাব সদস্য ঘাড়ে। তাঁর ঘাড়ে উঠে মাথা চুলকে দিতে থাকে। এবং খানিকক্ষণ পর তাঁর ঘাড় থেকে নেমে উঠে পড়ে পুলিশ আধিকারিকের ঘাড়ে। এইভাবে দীর্ঘক্ষণ খেলতে থাকে। দৃশ্য দেখে আমোদ পান স্থানীয় মানুষজন। এরপর এক সময় দেখা যায় পুলিশ আধিকারিক বাঁদরটির পিঠ চুলকে দেন। ভিডিওতে ধরা পড়ে ঘটনা। দেখা যায়, বাঁদরটি চুপ করে বসে আরাম নিচ্ছে।
পুলিশ আধিকারিক প্রভাস ঠাকুর বলেন, ‘আমার মনে হচ্ছে এটি কারো বাড়িতে ছিল। বন দপ্তরের ভয়ে তারা হয়তো ছেড়ে দিয়ে গেছে। বানরটির স্বভাব খুব ভালো। কাউকে কামড় বা আঁচর দেয়নি। আমরা এখন এর দেখভাল করে রাখছি। পরে বন দপ্তরকে খবর দেওয়া হবে। তারা নিয়ে গিয়ে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেবে।’
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল