Metro Rail: একদিনেই আয় ছাড়াল কোটির সীমা! মেট্রোয় চতুর্থীর ভিড়ই দিল জনজোয়ারের পূর্বাভাস 

আজকাল ওয়েবডেস্ক: একদিনের আয় ছাড়াল ১ কোটি টাকারও বেশি।

মেট্রোরেলের চতুর্থীর ভিড়ই জানিয়ে দিল পুজোয় কলকাতা ভাসতে চলেছে জনজোয়ারে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নর্থ-সাউথ মেট্রোরেল বহন করেছে ৭,১০,৫২১ জন যাত্রী। টিকিট বিক্রি করে ঘরে এসেছে ১,০৬,৮১,৩৭৮ টাকা। এর আগে ২০১৯-এর ২৭ নভেম্বর মেট্রোয় ভ্রমণ করেছিলেন ৭,০১,১৪৯ জন যাত্রী। 
মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'দুই বছর করোনার আতঙ্কে কাটিয়েছেন জনগণ। রোগের গ্রাফ এবার নিম্নমুখী। ফলে সাধারণ যাত্রীরা যেমন মেট্রোপথকে বেছে নিচ্ছেন তেমনি পুজোর বাজার সারতে এবং পুজো দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে দ্রুত পৌঁছতে জনগণ পাতাল রেলকেই বেছে নিচ্ছেন। সেজন্যই মেট্রোয় ভিড় বাড়ছে।' 
মেট্রো জানিয়েছে, চতুর্থীতে সবচেয়ে বেশি যাত্রী সমাগম হয়েছিল দমদম স্টেশনে। ওইদিন ৮৮,৬৮৭ জন যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেছেন। এসপ্ল্যানেড স্টেশনে ভিড় হয়েছিল ৫২,১২৭ জন যাত্রীর। কালীঘাটে ৪৪,৯৯৭ এবং রবীন্দ্রসদন স্টেশনে যাত্রীর সংখ্যা ছিল ৪১,৯৬২ জন। ওইদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো বহন করেছে ৪২,৮৬৬ জন যাত্রী।

প্রতীকী ছবি
 

আকর্ষণীয় খবর