আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত হলেন মানব মুখোপাধ্যায়।
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বাম জমানায় একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মানব মুখোপাধ্যায়। সামলেছেন বহু গুরুত্বপূর্ণ দপ্তর। জানা গিয়েছে, গত দু মাস ধরে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। পরপর দু বার স্ট্রোকও হয়েছিল তাঁর। জানা গিয়েছে, বিকেলের দিকে তাঁর মরদেহ নিয়ে আসা হবে সিপিএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিনে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন মানব মুখোপাধ্যায়। সেখান থেকেই মার্কসবাদের দর্শনের প্রতি প্রথম বিশ্বাস আসে তাঁর। গান শুনতে ভাসবাসতেন প্রচন্ড। ১৯৯১ সালে প্রথম বার বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেন তিনি। সেই বছরই বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৬ সালে পর্যটন দপ্তর এবং যুবকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত টানা বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছেন মানব মুখোপাধ্যায়।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের