Mamata-Abhishek: জঙ্গলমহলে একমঞ্চে মমতা-অভিষেক! নজর শনিবারের বিকেলে

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বারবার নজর দিয়েছেন জঙ্গলমহলের দিকে।

এবার সেই জঙ্গলমহলেই একসঙ্গে তৃণমূল সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর তেমনটাই। ওয়াকিবহাল মহলের মতে, একসঙ্গে জঙ্গলমহলে দুজনে কী বলেন, সেটাই দেখার। নজর এখন শনিবারের বিকেলের দিকে। 

এই মুহূর্তে তৃণমূলে নবজোয়ার যাত্রায় জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। এর আগে মালদহে নবজোয়ার যাত্রায় যোগ দিয়েছিলেন দলনেত্রী। মালদহ থেকে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, কর্মসূচির একেবারে শেষলগ্নে ফের যোগ দেবেন তিনি। তবে এই মুহুর্তের সূত্রের খবর, মালদহের পর এবার শালবনিতে নবজোয়ার কর্মসূচিতে এক মঞ্চে থাকবেন মমতা-অভিষেক। তার আগে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাবেন এগরায়। বাজি কারখানায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেখান থেকে যাবেন শালবনিতে। 

আকর্ষণীয় খবর