Madan Mitra: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, এসএস কেএম কাণ্ডে প্রতিক্রিয়া মদনের

আজকাল ওয়েবডেস্ক: এসএসকেএম হাসপাতালের তরফে এফআইআর দায়ের করা হয়েছে মদন মিত্রের বিরূদ্ধে।

তাও কার্যত চুপ তিনি। এফআইআর কাণ্ডে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মদন মিত্র এদিন বলেন, যা হবে দেখা যাবে। আপাতত ছেলেটি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আমি তাঁকে দেখতে যাচ্ছি এতেই শান্তি। এফআইআর নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই কামারহাটির বিধায়কের। শুক্রবার রাতের ঘটনার পর থেকেই কার্যত লড়াই চলতে থাকে মদন মিত্র এবং এফআইআর এসএসকেএম কর্তৃপক্ষের মধ্যে।

শনিবার সাংবাদিক সম্মেলন করে মদন মিত্র জানান তিনিও এক ইঞ্চি জমে ছাড়বেন না। এরপর সন্ধেবেলা তাঁর সঙ্গে বৈঠক হয় কুণাল ঘোষের। তারপর পরিস্থিতি ঠান্ডা হলেও মদনের বিরূদ্ধে এফআইআর দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে এদিন বলেন, "ও নিয়ে পরে ভাবব। যদি সেরকম হয় উকিল রয়েছে। আলোচনা করব। তবে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। ছেলেটি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। এটাই খুশি। মমতার সঙ্গেই আছি। দিদি যদি আমায় প্রার্থী করেন ১ লক্ষ ভোটে ফের জিতব।"

আকর্ষণীয় খবর